ফরিদপুর সংবাদদাতা : সৎ যোগ্য দায়িত্বশীল নেতা নির্বাচনের জন্য দেশে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। গত শুক্রবার ফরিদপুর জসিম উদ্দিন হলে বাংলাদেশ জামাতে ইসলামী ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-এ একথা বলেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি বলেন, সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী সর্বদা চেষ্টা করে যাচ্ছে।
এ লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরের ব্যক্তিদের টার্গেট করে তাদের সৎ যোগ্য এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলে দেশের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করার জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে। বিশেষ করে জামাতের রোকনদের মানুষের জন্য দেশের জন্য সর্বোপরি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করতে হবে। তার সকল কর্মকা-ে একজন দ্বীনদার যোগ্য এবং মানুষের প্রতি দরদি মন নিয়ে ময়দানে দৈনন্দিন অনুশীলন করতে হবে। সাধারণ মানুষ যেন তাদেরকে দেখে অনুপ্রাণিত বোধ করে এবং জাতি গঠনে নিজেরাও ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেবলমাত্র সেই নেতৃত্ব দিতে পারে। ইসলামের সেই সুন্দর আদর্শ জামাতের কাছে আছে। দেশের আগামী নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করে নিজেদেরকে দেশের মানুষের কাছে এই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য তিনি সকল সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শাখার আমীর মাওলানা মোঃ বদর উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।