গ্রাম-গঞ্জ-শহর
গাজীপুরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি শুরু
পবিত্র রমজান মাস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১০ মার্চ) সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

পবিত্র রমজান মাস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ মার্চ) সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ মামুনুর রশীদ উপজেলা কার্যালয় চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিদিন প্রথমে আসা ২০০ জন স্বল্প আয়ের মানুষকে এই বিশেষ সুবিধা দেওয়া হবে। এ কার্যক্রমের মাধ্যমে মোট ২ হাজার পরিবারের মধ্যে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করা হবে।
প্রতিজন মাত্র ৩৫০ টাকায় পাবেন— ১ কেজি ছোলা (৭২ টাকা), ১ কেজি চিনি (৭৮ টাকা), ১ কেজি ডাল (৮৫ টাকা) ও ১ লিটার সয়াবিন তেল (১১৫ টাকা)
"রমজানে এ ধরনের উদ্যোগ আমাদের মতো দরিদ্র মানুষের জন্য খুবই সহায়ক। যদি সারা বছর এ কার্যক্রম চালু থাকতো, তাহলে আমাদের আরও সুবিধা হতো।"এমন বক্তব্য দিয়েছেন সাধারণ জনগণ।
স্থানীয়রার আরো জানান, "বাজারে এক কেজি ছোলা ১০০ টাকার বেশি, চিনি ১০০ টাকার উপরে, সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা ও ডাল ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এখানে অনেক কম দামে আমরা এসব পণ্য পাচ্ছি, যা আমাদের জন্য সত্যিই উপকারী।"
এ ধরনের উদ্যোগের ফলে স্বল্প আয়ের মানুষজন কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।