জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে সব সময় বিপদাপন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে কাজ করে এসেছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল সোমবার লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে কৃত্রিম জলাবদ্ধতায় পানিবন্দী এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, থানা যুব বিভাগের সভাপতি তাওসীফ হাসনাইন, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাজমুল ইসলাম শামীম, ইউনিয়ন আমির আবু বকর সিদ্দিকসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ড. রেজাউল করিম বলেন, কৃত্রিম জলাবদ্ধতা কোনভাবেই কাম্য নয়। এ সমস্যা সমাধানের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু সরকারি এসব সংস্থার উদাসীনতা ও নির্লিপ্ততার কারণেই চরশাহী ইউনিয়নের টক্কারপুল সুইচগেইট অকেজো হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে সৈয়দপুর, রহিমপুর, তিতারকান্দি এবং রামপুরের বিশাল এলাকা কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কিন্তু এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট বিভাগের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে পানিবন্দি মানুষের জনদুর্ভোগ এখন চরমে উঠেছে। তিনি কৃত্রিমভাবে পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে এবং জলাবদ্ধতা দূরীকরণে অবিলম্বে সরকারের বিভাগগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।