বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সভানেত্রী প্রফেসর জোসনা ইদ্রীসের স্মরণে গতকাল শুক্রবার বিকেলে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী লেকসিটি এলাকায় এ শোকসভায় মরহুমা প্রফেসর জোসনা ইদ্রীসের পরিবারের সদস্যসহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেশিক পাঠশালার অধ্যক্ষ নূরুনিসা সিদ্দিকা, বিশিষ্ট সমাজ সেবিকা সাঈদা রুম্মান, শিক্ষিকা নাজমুন নাহার নীলু, বিশিষ্ট সমাজ সেবিকা সুফিয়া জামাল ও আমেনা বেগম।

এসময় অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেন প্রফেসর জোসনা ইদ্রীসের জীবনাচরণে অনুপ্রানিত হয়ে আমাদেরকেও ব্যাক্তিগত জীবনে বিনয়ী এবং সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে।

পরিবারের পক্ষ থেকে প্রফেসর জোসনা ইদ্রীসের ছোট মেয়ে সুমাইয়া রাইয়ানা তার মায়ের পক্ষ ধেকে সকলের নিকট দোয়া কামনা করেন।

উল্লেখ্য প্রফেসর জোসনা ইদ্রীস রাজধানী শ্যামলীর একটি হসপিটাল গত ২৬শে অক্টোবর ২০২৫ ভোরে ইন্তিকাল করেন।

কৃতি এই শিক্ষক তার জীবদ্দশায় বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। তিনি মুমিন্নুন্নেসা, বদরুন্নেসা ও ইডেন কলেজে জিওগ্রাফি সাবজেক্ট এ অধ্যাপনা করেছেন। দেশ ও দেশের বাইরে হাজার হাজার ছাত্রী ও গুণমুগ্ধদের রেখে দুনিয়ারা সফর শেষ করেছেন তিনি। প্রফেসর জোসনা ইদ্রীসের চরিত্রের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার অমায়িক ব্যবহার। তা সংস্পর্শে বাংলার হাজারো নারী আলোকিত হয়েছেন।

পেশাজীবী মহিলা ফোরামের সভানেত্রী হিসেবে ফোরামকে সুসংগঠিত ও নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন।