গাজীপুর মহানগরের শিমুলতলী এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে একটি সুসংগঠিত ব্যবসায়ী সংগঠন গঠনের লক্ষ্যে দশ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শিমুলতলীস্থ মেঘডুবি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও মতবিনিময় সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াহিদুজ্জামান হাসানকে আহবায়ক ও মোঃ রুহুল আমিনকে সদস্য সচিব করে দশ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সদস্যরা আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনের নাম, খসড়া গঠনতন্ত্র এবং কার্যপরিচালনার নীতিমালা প্রণয়নের দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ২৪ নম্বর ওয়ার্ডের আমীর কাজী মাহফুজুল্লাহ। সভাপতিত্ব করেন ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাইউম সবুজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান, আইয়ুব খান, আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ ব্যবসায়ী সংগঠন গড়ে তোলা সময়ের দাবি। ন্যায়, ইনসাফ ও কোরআন-সুন্নাহর আদর্শে ব্যবসা পরিচালনার মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখার তাগিদ দেওয়া হয়।
এ সভা স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। আশাবাদ ব্যক্ত করা হয়, এই সংগঠন ব্যবসায়ীদের কল্যাণ, অধিকার আদায় ও ন্যায়ের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।