ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় আগামী ১২ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে জেলার ক্ওমী অঙ্গনের ওলামা মাশায়েখদের নিয়ে এক ওয়ার্কসপ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিবের সভাপতিত্বে এতৈ প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ রুবাইয়াত বিন করিম। স্বাগত বক্তব্য রাখেন ইফা চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক সরকার সরোয়ার আলম। অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইফা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক একেএম আবদুর রহীম, ডাঃ রাশেদুল হাসান, ডাঃ ফাহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফা ফেনী অফিসের কর্মকর্তা মো হেলাল উদ্দিন। প্রধান অতিথি এই টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য উপস্থিত ইমাম, মাদরাসা শিক্ষকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি শিশু যেন এই টিকা গ্রহণ করে, তাহলে আমরা ভয়াবহ টাইফয়েড রোগমুক্ত একটি সুস্থ প্রজন্ম আগামীতে পাব। সিভিল সার্জন বলেন, পরীক্ষায় প্রমাণীত এটি একটি হালাল টিকা। কেউ যেন গুজব ছড়াতে না পারে সেদিকে সবাই সজাগ থাকবেন।
গ্রাম-গঞ্জ-শহর
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে ওয়ার্কসপ
ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় আগামী ১২ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে জেলার ক্ওমী অঙ্গনের ওলামা মাশায়েখদের নিয়ে এক
Printed Edition