বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি শহরের দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি দায়িত্বশীল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের পাশে থেকে দ্বীনি মূল্যবোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। দেশ ও জাতির ক্রান্তিকালে জামায়াতের নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দৃঢ়প্রতিজ্ঞ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, আবু ইউসুফ, আব্দুল মান্নান, মাওলানা শেখ আহাম্মদ, সদর আমীর মোহাম্মদ ইলিয়াসসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।