বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দীর্ঘ ৯ মাসের অধিক সময়ের পর পুনরায় চালু হলো। রোববার থেকে সরাসরি সেবা গ্রহণ করছেন পাসপোর্ট প্রত্যাশীরা। সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়। আবারও নিজ জেলার অফিস থেকেই পাসপোর্ট সেবা নিতে পারবে নারায়ণগঞ্জবাসী। এতে ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। সকালে পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পাসপোর্ট করতে মানুষের কোন প্রতিবন্ধকতা হবে না। দালালমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম থাকবে। রোহিঙ্গা বা যারা এ জেলার বাসিন্দা না বা যারা বাংলাদেশী পাসপোর্ট নিতে পারবে না, এমন কেউ যদি এখান থেকে পাসপোর্ট নেয় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ৩০ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। রোববার থেকে সশরীরে আবেদন জমা, বায়োমেট্রিক এনরোলমেন্টসহ সব কার্যক্রম শুরু হয় নারায়ণগঞ্জ অফিসে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলকায় অবস্থিত পাসপোর্ট অফিসটি পুড়ে যায়। তারপর সেবা চালু রাখতে বিকল্প ব্যবস্থায় নারায়ণগঞ্জ জেলাকে তিনটি ভাগে ভাগ করে পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ অফিস থেকে পাসপোর্ট সেবা দেওয়া হয়। তবে এ ব্যবস্থায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। দালালচক্রের সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অবশেষে অফিসটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আবারও নিজ জেলার অফিস থেকেই পাসপোর্ট সেবা নিতে পারবে নারায়ণগঞ্জবাসী। এতে ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়।
অফিসের কার্যক্রম শুরুর পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্বে থাকা জামাল হোসেন বলেন, জনগণের কথা বিবেচনা করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সঠিক সেবা দেয়ার জন্য আমরা কর্মকর্তা কর্মচারিরা কাজ করে যাবো। আমরা নিশ্চিত করতে চাই সম্পূর্ণ দালালমুক্ত এবং নিরিবিলি পরিবেশে মানুষ সেবা নিবে। জুলাই মাসে প্রায় আট হাজার পাসপোর্ট পুড়ে গেছিলো। সেখান থেকে প্রায় সাত হাজার পাসপোর্ট আগারগাঁও থেকে সরবরাহ করা হয়েছে। বাকিগুলোও সরবরাহের অপেক্ষায় আছে বলে জানান তিনি। সকালে পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের জাতীয়তার অন্যতম একটি ডকুমেন্ট। নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন জেলা। যারা শিল্পের সাথে জড়িত প্রতিনিয়ত তাদের বিদেশ ভ্রমণ করতে হয়। তাদের জন্য পাসপোর্টটি খুবই প্রয়োজন। এছাড়াও নারায়ণগঞ্জে অনেক মানুষের বসবাস। সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। পাসপোর্ট নিয়ে নারায়ণগঞ্জবাসীর যে ভোগান্তি ছিল এই অফিস চালুর মাধ্যমে তার দূর হলো। পাসপোর্ট করতে মানুষের কোন প্রতিবন্ধকতা হবে না। দালাল মুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম থাকবে। রোহিঙ্গা বা যারা এ জেলার বাসিন্দা না বা যারা বাংলাদেশী পাসপোর্ট নিতে পারবে না, এমন কেউ যদি এখান থেকে পাসপোর্ট নেয় তবে তাদেও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলকায় অবস্থিত পাসপোর্ট অফিস, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে, এস বি গার্মেন্ট, শীতল বাস ডিপোতে ২৪ গাড়িতে, স্পিডবোর্ড তৈরির একটি কারখানায় আগুন জ¦ালিয়ে তাণ্ডবলীলা চালায়। ফতুল্লার সাইনবোর্ড সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ভবনের সঙ্গে পুড়ে যায় আসবাবপত্র ও গ্রাহকদের প্রস্তুতকৃত প্রায় ৫ হাজার পাসপোর্ট। পরে কর্তৃপক্ষ অফিসটি বন্ধ ঘোষণা করেন।