শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে এবং চূড়ান্ত ঘোষণা আসবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে।
গত বুধবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি।
সভায় জানানো হয়, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তাই ফি হ্রাসের সিদ্ধান্তটি অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং ভবিষ্যতের অন্যান্য পরীক্ষায় কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে স্থায়ী নীতিমালার অংশ হতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।