পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা : রাজবাড়ী জেলার পাংশায় গত ১৫ ডিসেম্বর সকালে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ৮৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামস্থ সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর সমাধি চত্বরে পবিত্র কোরআন খানী, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের আজীবন সদস্য ও পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সদস্য, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, পাংশা পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও প্রোগ্রেসিভ আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোঃ মনজুর রহমান মিঞা, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু কাজী) ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের উপস্থাপক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের উপর মূল প্রবন্ধ পাঠ করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক ও পাংশা পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মোঃ হারুন অর রশীদ, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর দৌহিত্র সাজ্জাদ আলী চৌধুরী (কাকুল চৌধুরী), পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাশিম, পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক শাহ মোঃ রাশেদুল ইসলাম তপন, পাংশা মহিলা কলেজের প্রভাষক মোঃ তোফাজ্জেল হোসেন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, বরেণ্য কবি মোল্লা মাজেদ, কবি ও নাট্য ব্যক্তিত্ব মোঃ এবাদত আলী সেখ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার এবং এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ এ কর্মসূচির আয়োজন করে।