লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও লক্ষ্মীপুর ৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজাউল করিম বলেন একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে নারীসমাজের ভূমিকা অত্যন্ত ও অনস্বীকার্য। যুগে যুগে ইসলামী আন্দোলন সংগ্রামে নারী সমাজের ও তাঁদের ত্যাগ কুরবানী ইতিহাসের পাতায় পাতায় স্মরণীয় হয়ে আছে।

গতকাল রবিবার বিকেলে স্থানীয় উদয়ন আদর্শ স্কুল এন্ড কলেজ অনুষ্ঠিত সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ওয়ার্ড জামায়াতের আমীর আবুল কালাম ও ইউনিট সভাপতি মোঃ কাউছার প্রমুখ।