সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা জামায়াতের সাবেক সভাপতি শিক্ষাবিদ মরহুম মনির উদ্দিন স্যারের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা আড়াইটায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মনির উদ্দিন স্যার ছিলেন হাওরাঞ্চলের বাতিঘর। তিনি ভাটি অঞ্চলে শিক্ষা বিস্তারের পথিকৃৎ ছিলেন। অনগ্রসর সুনামগঞ্জের হাওরাঞ্চলে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে সহায়তা করেছেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি মনির স্যার এতদঅঞ্চলে ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দ্বায়িত্বশীল ছিলেন। মধ্যনগর উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি মনির স্যার আমৃত্যু সংগঠনের দ্বায়িত্ব পালন করে গেছেন। মনির স্যারের রেখে যাওয়া কাজ আঞ্জাম দিয়ে এদেশে ইসলাম কায়েম করার জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ব আহবান জানান তিনি।
মধ্যনগর উপজেলা জামায়াতের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হোসেন এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু বসন্ত কুমার বিশ্বাস, ডা. মুক্তাদির হোসেন সুজন, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, হাফেজ মাওলানা আবু বকর, মাহবুবর হোসেন, মরহুমের মেয়ের জামাতা ও গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের প্রভাষক আমিন উদ্দিন, জগলুল হোসেন পীর, মরহুমের পুত্র মিনহাজ উদ্দিন পল্লব, রাশিদ আলম, ইসমাইল হোসেন প্রমুখ।