পঞ্চগড়ের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ি কাটাবাড়ি এলাকায় নিজ বাড়ির পাশের বাঁশঝাড়ে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
মৃত যুবকের নাম বাদশা মিয়া (৩৯) পাশ্ববর্তী আরাজি শিকারপুর বামনডুবি এলাকার মোঃ ফারুকের ছেলে। খবর পেযে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্ত্রীকে রেখে ঢাকায় প্রথম স্ত্রীর কাছে থাকতেন বাদশা। এ নিয়ে প্রায়ই দ্বিতীয় স্ত্রীর সাথে ঝামেলা হতো তার। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গতকাল শনিবার কোন এক সময় ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি।
এবং পারিবারিক এসব ঝামেলার জের ধরেই মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানিয়েছেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক হাপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি প্রক্রিয়া ব্যাবস্থা নেযা হবে বলে জানান তিনি।