ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘হাদীস ও ফিকহের সমন্বয়’ বিষয়ক দুইটি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যেগুলোর শিরোনাম ছিলো যথাক্রমে “ফিক্হী মাসআলায় খবরে আহাদ গ্রহণে হানাফীদের নীতিমালা : একটি পর্যালোচনা” ও “দা’ঈফ হাদীস ও ইমামগণের দৃষ্টিভঙ্গি: একটি পর্যালোচনা”। মঙ্গলবার ও বুধবার (২১ ও ২২ অক্টোবর) বেলা ১১টায় ধর্মতত্ত্ব অনুষদ ভবনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার লাইব্রেরি সভাকক্ষে সেমিনার দুটি অনুষ্ঠিত হয়। এতে গবেষক হিসেবে দুটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-২০১৫ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আখতার হোসাইন।
সেমিনারে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. নকীব মোহম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক ও ধর্মত্বত্ত ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির অধ্যাপক ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মো: এরশাদ উল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস ও অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান। এছাড়াও আলোচনা রাখেন আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. আবুবকর মো: জাকারিয়া মজুমদারসহ আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল-ফিকহ অ্যান্ড ল এর শিক্ষকবৃন্দ।
সেমিনারে পিএইচডি গবেষক মুহাম্মদ আখতার হোসাইন তার পিএইচডি গবেষণা শিরোনাম “ফিক্হী মাসআলায় ইমাম আবু হানীফা (রাহ.) এর হাদীসের ব্যবহার : একটি পর্যালোচনা”র অধীনে “ফিক্হী মাসআলায় খবরে আহাদ গ্রহণে হানাফীদের নীতিমালা : একটি পর্যালোচনা” ও “দা’ঈফ হাদীস ও ইমামগণের দৃষ্টিভঙ্গি : একটি পর্যালোচনা” শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
এতে তিনি তাঁর প্রবন্ধে ইমাম আবু হানিফা (রহ.)-এর ফিকহি পদ্ধতিতে হাদিসের ব্যবহার সম্পর্কিত আলোচনা করেছেন। হানাফি মাজহাবে খবরে আহাদ গ্রহণের বিশেষ নীতিমালা প্রণয়ন পদ্ধতি, ইমাম আবু হানিফা (রহ.) কীভাবে হাদিসের বর্ণনা, বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা এবং হাদিসের প্রাসঙ্গিকতা যাচাই-বাছাই এর মাধ্যমে ফিকহি সিদ্ধান্তে উপনীত হওয়ার বিষয় তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। লেখক উল্লেখ করেন যে হানাফি ফিকহে হাদিসের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা নির্বিচারে নয় বরং কঠোর উসুলের ভিত্তিতে গৃহীত হয়েছে। এছাড়াও প্রবন্ধে হাদিস ও কিয়াসের মধ্যে সমন্বয় সাধন এবং দুর্বল হাদিসের সীমিত প্রয়োগ সম্পর্কে তাঁর গঠনমূলক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। সর্বোপরি, লেখক প্রমাণ করেছেন যে হানাফি ফিকহ কেবল কিয়াসভিত্তিক নয় বরং হাদিস-ভিত্তিক একটি পরিপূর্ণ ফিকহি ব্যবস্থা।”
সেমিনারে উপস্থিত আলোচকবৃন্দ গবেষকের উপস্থাপিত প্রবন্ধের উপর পর্যালোচনা করেন এবং গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।