গাজীপুর মহানগরে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত এক ব্যতিক্রমী ও উৎসবমুখর পরিবেশে শুক্রবারঅনুষ্ঠিত হলো "ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা"। দেশের খ্যাতনামা প্রকৌশলী, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এফডিইবি'র প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— এফডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, প্রকৌশলী জয়নাল আবেদিন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মুহা: আব্দুল কাদের, গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স বিভাগের সভাপতি, ড. মাহবুবুল আলম জামি, স্কুল অব ইঞ্জিনিয়ার্স-এর কো-ফাউন্ডার প্রকৌশলী নাজিম উদ্দীন, প্রকৌশলী সোহেল রানা, প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকৌশলী জাহিদ হোসাইন, সফট ম্যাক্সের পরিচালক প্রকৌশলী মো: ছাব্বির হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর এফডিইবির সভাপতি প্রকৌশলী ফারুক আহমেদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো: আবছার উদ্দিন।
বক্তারা কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ছয় দফার প্রতি পূর্ণ সমর্থন জানান, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, প্রযুক্তির বিকাশ ও সামাজিক-ধর্মীয় দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ অতিথিরা প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সকল অতিথিসহ প্রকৌশলী ভাই, ভাবি ও বাচ্চাদের অংশগ্রহণে খেলা, সসাস ও রঙ্গন শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণ পর্বটি ছিল অত্যন্ত আকর্ষণীয়, যা সম্প্রীতি ও সৌহাদের্যর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।