পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে প্রত্যাহার এবং দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে তার সকল কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা

শনিবার (১৪ জুন) দুপুরে শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসীন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ফাহিমসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জেলা প্রশাসককে গণঅভ্যুত্থানের চেতনা-বিরোধী ও দলবাজ আখ্যা দিয়ে তার প্রত্যাহার এবং দায়িত্ব গ্রহণ পরবর্তী সকল কর্মকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানান।