আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথমদিনে খুলনা-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী আব্দুল রউফ মোল্লা, মো. আবুল হাসনাত সিদ্দিক এবং এস. এম. আরিফুর রহমান মিঠু।

অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির রকিবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, স্বতন্ত্র মো. মুরাদ খান লিটন, বাসদের জনার্দন দত্ত, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশিদ, এনডিএম-এর শেখ আরমান হোসেন এবং জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন।

মনোনয়ন বাতিলের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এস. এম. আরিফুর রহমান মিঠু বলেন, ভোটার স্বাক্ষরের পাঁচজনের তথ্যে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে তিনি আপিল করেছেন এবং ৈ বৈধতা ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুল রউফ মোল্লা জানান, তিনিও আপিল করেছেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসনাত সিদ্দিক বলেন, এক শতাংশ ভোটার স্বাক্ষরের মধ্যে চারজনের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আপিল করবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। এ ব্যাপারে খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ফয়সাল কাদের বলেন, ঋণখেলাপি হওয়া ও ভোটার স্বাক্ষরে ত্রুটির কারণে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে।