মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালু থাকা মিজি ব্রিকসে অভিযান চালিয়ে কিলন ভেঙে দেয়াসহ জরিমানা করা হয়। জানা যায় পরিবেশ অধিদপ্তরের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) লঙ্ঘনের অপরাধে ১৫(২) ধারা অনুযায়ী মিজি ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধ ইটভাটার কিলন ভেঙে দেয়া হয়েছে। অন্যদিকে যমুনা ব্রিক্সেও অভিযান চালানো হয়। এসময় ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করাসহ কিলন ভেঙে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক জোবায়ের হোসেনসহ তার টিম, মনোহরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউসন অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়েছে। তাই অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় ভাটা চালু করা হলে পরিবেশ অধিদপ্তর চাইলে আবারো অভিযান পরিচালনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে।