টাইফয়েড প্রতিরোধে ব্যাপক সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গাজীপুর সিটি কর্পোরেশন “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আয়োজন করছে। এ উপলক্ষে বুধবার নগর ভবনের সভাকক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার রহমতউল্লাহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায়া রিছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআই এমও (ডাব্লিউএইচও) ডাক্তার মাহবুবা সুলতানা, ইউনিসেফের প্রতিনিধি ডাক্তার লি শান্তা মন্ডল, এবং গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে সচিব আমিন আল পারভেজ বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে। গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নিয়েছে। আমরা চাই প্রতিটি শিশুর কাছে এ সেবা পৌঁছাক, কোনো শিশুই যেন বাদ না যায়।
তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের ৮টি জোনে মোট ৯৭৫টি টিকাদান কেন্দ্রে ৬ লাখ ২৮ হাজারেরও বেশি শিশুকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
স্বাস্থ্য বিভাগ, ডব্লিউএইচও ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় পরিচালিত এই টিকাদান কর্মসূচির মাধ্যমে গাজীপুর নগরীকে টাইফয়েডমুক্ত শহর হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। সচিব জানান, সুষ্ঠু ও সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।