তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে ধানের জমিতে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জয়দেব সরকার (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী মাঠে এ ঘটনা ঘটে। জয়দেব কুসুম্বী গ্রামের মৃত অনঙ্গ মোহন সরকারের ছেলে। স্থানীয়রা জানান, জয়দেব গ্রামের মাঠে তার নিজের রোপা আমন ধানের জমিতে স্প্রে মেশিন দিয়ে কীটনাশক ছিটাতে যান। এ সময় তিনি মুখে কোনো প্রকার প্রতিরোধক ছাড়াই কীটনাশক ছিটাতে থাকলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। বাড়ি ফেরার পথে অচেতন হয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। কুসুম্বি গ্রামে কৃষক রফিকুল ইসলাম ও দুলাল হোসেন বলেন, ওয়ার্ড পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা শুধু কাগজে-কলমে কাজ করেন। কৃষকদের সচেতন করতে কোনো প্রকার কর্মসূচি দেখা যায় না। যার ফলে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা হযরত আলী বলেন, আমরা বিভিন্ন প্রশিক্ষণে ও মাঠ দিবসে প্রত্যক্ষভাবে কৃষককে সচেতন করে থাকি। তাদের সতর্ক করে বলা হয়, মুখে মাস্ক ও চোখে চশমা পড়ে সকালে কিংবা পড়ন্ত বিকালে বাতাসের বিপরীতে কীটনাশক প্রয়োগ করতে। কিন্তু অনেক কৃষক এসব নিয়ম মানতে চান না।