চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত না হলে অশান্তি দূর করা সম্ভব নয়। চট্টগ্রাম-৯ আসন হচ্ছে চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ আসন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে পারলে সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল সোমবার চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যেকটা নেতাকর্মী যদি এখন থেকে এলাকা চিহ্নিত করে ভোটের জন্য নেমে পড়ে তাহলে আমাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে, ইনশাআল্লাহ। তিনি দেশব্যাপী যে একটা নির্বাচনী জোয়ার বয়ে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা নেতাকর্মীকে আমীরে জামায়াতের প্রতিনিধিত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোট যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। সেই সাথে তিনি সকল দায়িত্বশীলদের চোখ কান খোলা রেখে কাজ করতে বলেন এবং চট্টগ্রামে যাতে অতীতের ন্যায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার তাকিদ দেন।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক বলেন, অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন ভিন্ন হতে যাচ্ছে। এই নির্বাচনে তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য লোককে বাছাই করার জন্য আহবান জানান। পরকালীন মুক্তির জন্য একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি ইসলামী ঐক্যের মাধ্যমে নির্বাচনের আহবান করেন।
সমাবেশে চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালক ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সদস্য সচিব তৌহিদ আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানার নায়েবে আমীর আব্দুল হান্নান, চকবাজার থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও এরশাদুর ইসলাম প্রমুখ।