বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও রাজশাহীর সাবেক মেয়র এবং এবারের নির্বাচনে সদর আসনে বিএনপি’র প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, খালেদা জিয়া ছিলেন সততা ও দেশপ্রেমের এক উজ্জল নক্ষত্র। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আসলেন, জয় করলেন, আবার সবাইকে এক সাগর পানিতে ভাসিয়ে চলে গেলেন।

তিনি চলে গেলেও আজীবন তিনি দেশের মানুষসহ বিশ্ববাসীর মনের মনিকোঠায় বেঁচে আছেন। তেমনই বেগম জিয়াও সেভাবেই সবার মনিকোঠায় উজ্জল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।

গতকাল বুধবার সকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিনু এ কথা বলেন। তিনি বলেন, বেগম জিয়া হচ্ছেন জনগণের মূর্ত প্রতিক। তিনি স্বৈরাচার খুনি হাসিনার বিরোধী আন্দোলনে আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন। সারা বিশ্বের নিকট তাঁর সততা ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এজন্য তিনি সবার নিকট গ্রহণযোগ্যতাও পেয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক ও বাঘা-চারঘাট আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা রাজশাহী-১ আসনে বিএনপি’র প্রার্থী মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন, রাসিক’র সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত, পবা-মোহনপুর আসনের বিএনপি প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।