কিশোরগঞ্জজেলার কটিয়াদী মডেল প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৫ আগস্ট ) বিকালে কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ মাইদুল ইসলাম।

এ সময় অফিসের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাবনী আক্তার তারানা,সহকারী কমিশনার (ভূমি) কটিয়াদী ও পৌর প্রশাসক কটিয়াদী পৌরসভা, তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ কটিয়াদী মডেল থানা। উপজেলা জামায়াতে ইসলামীর কটিয়াদী উপজেলা সেক্রেটারী মাহমুদুল হাসান,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুব আলম মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সংবাদ মাধ্যম তথা সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ আশা করি।

বিশেষ অতিথি লাবনী আক্তার তারানা বলেন,আপনারা নির্ভয়ে দুর্নীতি এবং অপরাধের তথ্য তুলে ধরবেন প্রশাসন আইনানুগ ব্যবস্হা গ্রহন করবে।

উদ্বোধন আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন,কটিয়াদী মডেল প্রেসক্লাব নির্ভীক সাংবাদিকদের একটি সংগঠন, আমি এই ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।