বগুড়ায় দূর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি চলাকালে ক্ষিপ্ত হয়ে মঞ্চে স্যান্ডেল নিক্ষেপ করেছেন সাখাওয়াত হোসেন মোল্লা নামের এক বৃদ্ধ। সম্প্রতি বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন মোল্লা শুনানির সুযোগ না পাওয়ায় ক্ষোভে মঞ্চ লক্ষ্য করে পায়ের স্যান্ডেল নিক্ষেপ করেন। তিনি সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ২০১৭ সালে বগুড়া-১ আসনের সাবেক এমপি আব্দুল মান্নানের শ্যালক ও সাবেক এমপি সাহাদারা মান্নান শিল্পীর ছোট ভাই, সাবেক সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন চাঁদা না দেয়ায় আমার বাড়িতে হামলা চালায়। আমার অনেক বড় একটি পুকুর দখল করে মাছ লুট করে। এই ঘটনা নিয়ে আমি বিভিন্ন সময় থানা পুলিশ, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, দুদক, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ এমন কোন দপ্তর নেই যেখানে আমি যাইনি, তাদের রিসিভডকৃত সকল কাগজপত্র আমার কাছে আছে। দুদক দুইবার তদন্ত করে আমার পক্ষেই রিপোর্ট দিয়েছে কিন্তু অজানা কারনে এপর্যন্ত আমি এর কোনও সমাধান পেলাম না। আজও এখানে এসে কোনো সমাধান হবে না এটা আগে থেকেই জানি তাই আমি স্যান্ডেল নিক্ষেপ করে মনের ক্ষোভ প্রকাশ করেছি মাত্র।