চলনবিলে ভূমিহীনদের ১৯ বিঘা জমির ফসল কেটে নিয়ে গেছে এক প্রভাবশালী। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, তাড়াশের হামকুড়িয়া গ্রামের শাহজাহান আলী ফকির তার আবাদি জমির ইরি ধান মাগুড়া বিনোদ ইউনিয়নের মোজাহার আলী দলবল নিয়ে এসে অবৈধভাবে কেটে নিয়ে গেছে। এলাকাবাসী জানায়, শাহজাহান আলী বিগত ৫০ বছর যাবৎ এই জমিতে আবাদ করে আসছে। মোজহার আলী ভূমিহীনদের ৬ বিঘা জমির বোরো ধান ও ১৩ বিঘা জমির ভুট্টা দলের গরমে কেটে নিয়ে গেছে। ভূমিহীনরা বাধা দিলে মোজাহার বাহিনীর ধারালো অস্ত্রের আঘাতে ৩ জন আহত হয়। এদের মধ্যে ফজলুর অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে তাড়াশ থানায় মামলা আছে। ভূমিহীনরা বিচারের জন্য তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানিয়েছেন।

অপরদিকে নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি ও যুবদলের সাবেক নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন।

জানা যায়, রাত ৯টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রাক। ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে পৌঁছালে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তার অনুসারীরা। এরপর ধানের মালিক আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধানের মালিক আবু বক্কর বলেন, ধানের ট্রাক রওয়ানা দেয়ার পরে কয়েকজন এসে আমাদের ট্রাকে চাঁদাদাবি করেন। রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’