পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে নিরাময নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এর পরিচালক উজ্জল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালযের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক জার্নাল অনার্স এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে পঞ্চগড় জেলার সকল ক্লিনিক মালিক ও স্টাফরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক জার্নাল অনার্স এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান,সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুল হক দুলাল।
বক্তারা বলেন, গতকাল মঙ্গলার যৌথ বাহিনী বোদা উপজেলায় নিরাময নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে পরিচালক উজ্জল সরকারকে অন্যায়ভাবে গ্রেফতার ও লাঞ্ছিত করে।
২৪ ঘণ্টার মধ্যে উজ্জল সরকারকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
দাবি মানা না হলে পঞ্চগড় জেলার সকল প্রাইভেট ক্লিনিক বন্ধ রাখার ঘোষণা দেন তারা। সমানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করে।