সিরাজগঞ্জ সংবাদদাতা

বাংলাদেশ ইসরামী ছাত্রশিবিরের বিশেষ দাওয়াতি ছাত্র সংযোগ মাস উপলক্ষে আয়োজিত সদস্য ও সাথী সমাবেশে কেন্দীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদের দাঁড়ি-টুপি থাকা, গিরার উপর কাপড় পরিধান করা, হলে থেকে নামাজ আদায় করাকে অপরাধ হিসাবে নিয়ে নির্যাতন ও হত্যার টার্গেটে পরিণত হয়েছে। শহীদ আবরারকে একারণেই হত্যা করা হয়েছে।

গতকাল ১৪ জানুয়ারি সকালে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমীর হল রুমে শহর সভাপতি মোঃ শামীম রেজার সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ প্রমূখ।

জনাব রফিকুল ইসলাম খান বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীদের আসন্ন নির্বাচনে জীবন বাজি রেখে ভূমিকা রাখার আহবান জানান।