বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালক, আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল তত্ত্বাবধায়ক, মানিকগঞ্জ ৩ নং আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, মানব জাতির জন্য সংবিধান হিসেবে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পবিত্র কুরআন নাজিলের মাস রহমত বরকত মাগফিরাত পূর্ণ রমযানের শিক্ষা সারা বছর মুমিনদের বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করতে হবে। যেসব হারাম কাজ থেকে রমযান মাসে বিরত থাকতে হয়, তা থেকে বারোমাস মুক্ত থাকতে পারলে ত্বাকওয়া অর্জন হবে এই উদ্দেশ্যে আল্লাহ তায়ালা রোজা রাখা ফরজ করেছেন।

শুক্রবার মানিকগঞ্জের গোলড়া শিল্পাঞ্চল এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত “মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিপুল সংখ্যক ব্যবসায়ী, শিল্প শ্রমিকসহ স্থানীয় কয়েক‘শো রোজাদার মুসুল্লি অংশগ্রহণ করে। ইফতার মাহফিলে জামায়াত নেতা মোহাম্মদ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মোঃ আসাদুজ্জামান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ মোঃ আবু তাহের, মানিকগঞ্জ জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোঃ মুসলেহ উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর মুঃ ফজলুল হক, সদর উপজেলা সেক্রেটারি মানিকগঞ্জ জজকোর্টের বিজ্ঞ এপিপি এডভোকেট মোঃ সালাহউদ্দিন।

জননেতা মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে রাষ্ট্রব্যবস্থার সকল সেক্টরে, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী প্রশাসন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, শিক্ষা নীতি, শিল্প নীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালুসহ কুরআানের আইন দিয়ে দেশ পরিচালনায় যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান করেন। উপস্থিত রোজাদার মুসুল্লিদের এ মাসে বেশি বেশি করে কুরআন অধ্যয়ন, হাদিস ও ইসলামী সাহিত্য পাঠ, ফরয ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদ নামায পরা, সামর্থ্যানুযায়ী দান-সদকা, কিয়ামুল লাইল ইত্যাদির মাধ্যমে আত্মশুদ্ধির আহ্বান জানান।