রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে প্রথমবারের মতো ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার ভ্যানে জানুয়ারী-ফেব্রুয়ারী ২০২৬ (০২মাস) মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পর থেকেই প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

উপজেলা যুব অধিদপ্তর সূত্রে জানা প্রশিক্ষণে শিক্ষার্থী পেতে গত ১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুব নারীরা প্রশিক্ষণের জন্য আবেদন করেন। প্রশিক্ষণার্থী নির্বাচনের লক্ষ্যে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গত ২৭ ডিসেম্বর রাণীনগর মহিলা কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৩০ ডিসেম্বর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এরপর চূড়ান্তভাবে ২২ জন যুব নারী ও ১৮ জন যুবকসহ মোট ৪০ জনকে বিনামূল্যে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। পাশাপাশি ৪ জন যুবক ও ৩ জন যুব নারীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। এই ৪০জন শিক্ষার্থীদের প্রতিদিন (ছুটি ব্যতিত) তিন শিফটের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। সম্প্রতি এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলাকাবাসীসহ সচেতন মহল দক্ষ যুব সমাজ গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।