সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরÑএর আগমনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক জনসভা।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় সাদুল্লাপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনস্রোতে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুরÑপলাশবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সুরুজাম্মান সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি এম এস মামুন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সৎ নেতৃত্ব গড়ে তোলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মই পারে বর্তমান রাজনৈতিক সংকটের অচলাবস্থা ভাঙতে এবং পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করতে।

মূল বক্তব্যে ভিপি নুরুল হক নুর বলেন,“দেশে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দেশকে রক্ষার একমাত্র পথ গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আছি, থাকবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হবো।”

জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জনসভা সমাপ্ত হয়।

চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ ব্যবসায়ীর জেল ও জরিমানা

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ করেছে জেলা কৃষি বিভাগ। পরে বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।

রোববার (৯ নবেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্ঠবিহার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল জানান, শনিবার (৮ নবেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাকভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার গোপনে নেওয়া হচ্ছিল উপজেলার গোষ্ঠবিহার গ্রামের সার ব্যবসায়ী শামীম রেজার গুদামে। পথে ভুলবশত ট্রাকটি অন্য রাস্তায় ঢুকে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি জানা যায় এবং কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বৈধ কাগজপত্রবিহীন ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।

পরদিন রোববার ৯ নবেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ব্যবসায়ী শামীম রেজা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে আদালতের বিচারক তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।