নোয়াখালী সংবাদদাতা, ১১ মে (রবিবার), বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলার উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে আমীর জনাব ইসহাক খন্দকার -এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জনাব কাজী নজরুল ইসলাম খাদেম।

১১ মে (রবিবার) সকাল ৭টায় নোয়া কনভেনশন হলে সদস্য (রুকন) শিক্ষা শিবির আরম্ভ হয়ে দিনব্যাপী নানা কর্মশালার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে৷

প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেন, তৃনমুল পর্যায়ের আমাদেরকে মানুষদের অন্তর জয় করার জন্য বেশী করে দ্বীনের প্রতিফলন ঘটাতে হবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে নিরলস ভাবে কাজ করতে হবে। তবেই মানুষ মনে করবে, জামায়াত কর্মী মানে সত্যিকারের সমাজকর্মী। জনাব ভূঁইয়া নেতৃস্থানীয় মানুষদেরকে ইসলামি নেতৃত্বের জন্য কাছে নিয়ে আসতে কার্যকর ভূমিকা পালন করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী নজরুল ইসলাম খাদেম বলেন, আমাদের মুয়ামেলাত সংশোধন করে ইসলামি মুয়ামিলাতের জীবন্ত প্রতিবিম্ব হতে হবে। তবেই মানুষ দলে দলে জামায়াতে ইসলামীতে যোগ দিবে, ইসলামী আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

টিসিতে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এর সঞ্চালনায় দারসে কুরআন পেশ করেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক সহ প্রমুখ নেতৃবৃন্দ। #