ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ‘পোটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং জব এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্কোপস ইন সোলার ফটোভোলটাইক এনার্জি টেকনোলজি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি, অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সভাপতিত্ব করেন অনুষদের ডীন, অধ্যাপক ড. মো. শরাফত হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি-এর পরিচালক, অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। উপস্থিত ছিলেন বিভাগের প্রধান, অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশেদ আমিন।

ভিসি, অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, “সোলার ফটোভোলটাইক প্রযুক্তির রয়েছে অপার সম্ভাবনা এবং তা ভবিষ্যতের জন্য উজ্জ্বল কর্মসংস্থানের দিক উন্মোচন করবে। ডুয়েটের শিক্ষার্থীরা এ বিষয়ে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক মানের অবদান রাখতে পারবে।

বিশেষ অতিথি, অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় দক্ষ প্রকৌশলীর চাহিদা ব্যাপকভাবে বাড়বে। এই সেমিনার শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণার নতুন ক্ষেত্র চিনতে সহায়ক হবে। মূল প্রবন্ধে অধ্যাপক ড. নওশেদ আমিন সৌর শক্তির রূপান্তর প্রযুক্তি, উন্নত সেল ম্যাটেরিয়াল, সোলার মডিউল ডিজাইন, ইনস্টলেশন এবং স্মার্ট গ্রিড ইন্টিগ্রেশনের মতো বিষয় তুলে ধরেন এবং ইঞ্জিনিয়ারদের নতুন চাকরির সুযোগ সম্পর্কে আলোকপাত করেন। পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।