আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি আমাদের আশপাশে এখনো গুপ্তঘাতক ও অশুভ শক্তিগুলো সক্রিয়ভাবে ঘুরে বেড়াচ্ছে। স্বাধীনতার এত বছর অতিক্রান্ত হলেও স্বাধীনতার স্বাদ আমরা এখনো সম্পূর্ণভাবে পাইনি। আজও একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি।
গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ মাঠে জুলাই গণঅভ্যুত্থানের বীরসেনানী শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযায় ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভূঁইয়া, রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম পিএসসি (অব.), বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী প্রমুখ।গায়েবানা জানাযায় আইআইইউসি-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, যারা অন্যায় অবিচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায়, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে, তাদের কণ্ঠ রোধ করতেই বারবার সহিংসতা ও হত্যার পথ বেছে নেওয়া হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন ন্যায়ের প্রশ্নে আপসহীন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এক অকুতোভয় সৈনিক। শরীফ ওসমান হাদীর সংগ্রামী জীবন ও আত্মত্যাগ আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতা, সাহস ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। জাতির ইতিহাসে শহীদরা কখনো হারিয়ে যায় না, বরং তারা ভবিষ্যৎ প্রজন্মের পথচলার আলোকবর্তিকা হয়ে থাকে। এর আগে সাকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।