নরসিংদী সংবাদদাতা : বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল এর রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং রেজিস্ট্রারের পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রী সমমানের এক দফা দাবিতে গতকাল সোমবার নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেস ক্লাব সম্মুখে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ডিগ্রি পাস কোর্স বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোনো শিক্ষার্থী বা শিক্ষক এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।