শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় টিপু সুলতান নামের এক প্রাবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। সম্প্রতি গভীর রাতে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এ ঘটনা। ডাকাত দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে তিন লাখ টাকা ও ব্যাংকের কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। টিপু সুলতান চর গোলকনগর গ্রামের মুক্তিযোদ্ধা আইনুদ্দিন শেখের ছেলে।

মাগুরা

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টায় মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাগুরা আর্মি ক্যাম্পের সদস্যরা।

অভিযানে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী (পল্লী বিদ্যুৎ পাড়া আব্দুল মান্নান মোল্লা ছেলে মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৪৩), তার ভাই মৃত হান্নান মোল্লার ছেলে মোঃ রাব্বি মোল্লা (২৮) ও মৃত হান্নান মোল্লার ছেলে মোঃ রবেজ মোল্লা (৩০) কে আটক করা হয় ।

এ সময় তাদের নিকট থেকে ২টি ওয়ান শুটার গান, ৪টি কার্তুজ, ৪টি পিস্তলের গুলী, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা ৪টি ছুরি, ৫০ গ্রাম গাঁজা, ৪৭ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শান্তিগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক নিরীহ পরিবারের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর গ্রামে। এ বিষয়ে নতুন জাহানপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সামছুল হক বাদী হয়ে একই গ্রামের নিজাম উদ্দিন গংদের বিরুদ্ধে বিগত ৫ এপ্রিল শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিলে দাফনের ১৫ দিন পর কবর থেকে এক গৃহকর্মীর লাশ তোলা হয়েছে। এই গৃহকর্মীর নাম মারজিনা আক্তার (১৬)। পরিবারের অভিযোগ এই গৃহকর্মীকে হত্যা করে বেওয়ারিশ হিসেবে গোপনে লাশ দাফন করা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমী ও মো. শাহাদত হোসেন এর উপস্থিতিতে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর রামনারায়ণপুর গ্রামের মাইজের বাড়ির কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এসময় নিহতের পরিবারের সদস্য ছাড়াও ঢাকার খিলগাঁও ও স্থানীয় চাটখিল থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা

শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে গত বৃহস্পতিবার প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের পিতা মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা।

শিবালয় (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের দৌলতপুরের যমুনা নদীতে এমবি নওশিন নামের একটি বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ। আটকের পর তাদের দৌলতপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করলে গতকাল ২১ এপ্রিল সোমবার তাদের চাঁদাবাজি মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার বাঘুটিয়া বাজারের উজানে যমুনা নদী থেকে চাঁদাবাজদের আটক করা হয়। এরা হলেন, লোকমান হোসেনর ছেলে লাভলু হোসেন (২৫), রাহাজ উদ্দিনের ছেলে শরীফ (৩৫), রফিকুল ইসলামের ছেলে রঞ্জু আহমেদ (২৬), এবং বাবুল শেখের ছেলে শাকিল আহমেদ (২৮)।তাদের সবার বাড়ি দৌলতপুর উপজেলার চরকালিকাপুর গ্রামে। এ ঘটনায় আটককৃতদেরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বালু ব্যবসায়ী আক্কাস আলী দৌলতপুর থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন।

গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে আমেনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী আমেনা আক্তার গত এক মাস ধরে অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে বসবাস করছিলেন।

তিনি উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। প্রায় ২০ বছর আগে ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের শাহজাহান মিয়ার সাথে তার বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

আদমদীঘি (বগুড়া)

আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ৩৭ পিস নেশার ইনজেকশন (এ্যাম্পল)সহ পুতুল বেওয়া (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত সোমবার (২১) এপ্রিল বিকেলে সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পুতুল বেওয়া সান্তাহার ইয়ার্ড কলোনীর মৃত শফিকুল ইসলামারে স্ত্রী।

নাগরপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর নামক স্থানে বালু মহলে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভেকু ও ট্রাকের ১০টি ব্যাটারি জব্দসহ এক যুবককে আটক করা হয়েছে। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মো: হৃদয় মিয়া। ওই যুবককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, রোববার দিবাগত রাত সারে ১২ টার দিকে নাগরপুর উপজেলার কেদারপুর নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১টি এক্সকেভেটরসহ ট্রাকের ১০টি ব্যাটারি জব্দ করা হয় এবং একজন কে আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসের স্টাফবৃন্দ।

লৌহজং

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো: নেছার উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন লৌহজং থানার ওসি হারুন অর রশিদ, পদ্মা সেতুর উত্তর থানার ওসি মো:জাকির হোসেন,বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খান,লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন সিকদারসহ উপজেলা প্রশাসনের ভিবিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময়ে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম.তরিকুল ইসলাম মাহবুব, লৌহজং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজসহ অন্যান সাংবাদিকরা। সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অবৈধ ভাবে বালু কাটা প্রতিরোধ, বাল্য বিবাহ ও মাদক নির্মূল ও অপ সাংবদিকতা বিষয়সহ নানা বিষয় তুলে ধরেন।