চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে দগ্ধ দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল রোববার ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা মারা যান। নিহতরা হলেন চন্দনাইশের মোহাম্মদ ইউনুস (২৬) ও মোহাম্মদ ইদ্রিস (৩০)।

ইদ্রিসের ছোট ভাই আবু তালহা জানান, “আমার বড় ভাই মারা গেছেন। আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা এখন লাশ বাড়িতে আনার প্রস্তুতি নিচ্ছি।”

গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় ইউনুস মার্কেটের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ ঘটে। এতে দোকানের মালিক ও শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

রাবির প্রো-ভিসিসহ শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করায় কাপাকি শিক্ষক পরিষদ-এর নিন্দা ও প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত শনিবার কতিপয় শিক্ষার্থী নামধারী দুষ্কৃতিকারী কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, উর্দু বিভাগের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শহীদুল ইসলাম এবং রাবি প্রেস ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং আট ঘণ্টার অধিক সময় ধরে অবরুদ্ধ করে রাখায় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. জে এ এম সকিলউর রহমান ও সেক্রেটারি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃদ্বয় বলেন, প্রো-ভিসিকে টানা-হেঁচড়া করা, এক পর্যায়ে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়া এবং শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা কখনও দাবি আদায়ের পদ্ধতি হতে পারে না। এছাড়া একটি মহল আগামী রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেই আমরা মনে করি।

নেতৃদ্বয় অবিলম্বে প্রকৃত ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি ঘটতে না পারে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জোর দাবি জানান। প্রেসবিজ্ঞপ্তি।