বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। র্যালিটি লোহাগাড়া থানা রাস্তার মাথা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনে এসে শেষ হয়। পরে বেষ্ট চৌধুরী প্লাজা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আলী হোসাইন।
প্রধান অতিথি বলেন, আমরা আল্লাহ তায়ালার দেয়া বিধান ও তার প্রেরিত রাসুল (সা.)’র আদর্শে বিশ্বাসী। ছাত্রশিবিরের সে আদর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা পরবর্তী সময়ে যে শিক্ষা ব্যবস্থা চেয়েছি সে শিক্ষা ব্যবস্থা আমরা এখনো পাইনি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।
কুমিল্লা
কুমিল্লা অফিস: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপী প্রকাশনী উৎসব পালন করছে কুমিল্লা মহানগরী ছাত্রশিবির।
বৃহস্পতিবার কুমিল্লার টাউন হল মাঠে এই উৎসব চলে।
সংগঠনের কুমিল্লা মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ হাছান এর সভাপতিত্বে প্রকাশনা উৎসব উদ্বোধন করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,নগর সেক্রেটারি মু মাহবুবর রহমান।মহানগরী ছাত্রশিবির সেক্রেটারি নাজমুল হাসান।
এদিকে বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে বের করে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি।নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হলে এসে সমবেত হয়।
অপরদিকে নগরীর ৩শন সিঙ্গেল ডিজিট দারি শিক্ষার্থীকে সংবধর্না দেয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত।এসময় মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারিয়েটগণ উপস্থিত ছিলেন।
যশোর
যশোর সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে শহরের ডালমিল থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্তরে গিয়ে শেষ হয়।
ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহম্মদ ইব্রাহিম শামীমের নেতৃত্বে রর্্যালিতে ৫শতাধিক শিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন, জুলুম নির্যাতন করে শিবিরকে অতীতেও দমানো যায়নি, ভবিষ্যতেও দমানো যাবে না। এদেশে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে ইসলামী ছাত্র শিবির তা রুখে দিবে।
উল্লেখ্য ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৬ জন নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মানিকগঞ্জ
মানিকগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য রর্্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদর হাসপাতাল গেইট থেকে শুরু করে একটি বনার্ঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক হয়ে খালপাড় ব্রিজ প্রদক্ষিণ করে সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শহীদ চত্বরে এসে সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জের কৃতি সন্তান মু: জাহিদুর রহমান । জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা আমির মাওলানা কামরুল ইসলাম, জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি এডভোকেট মনোয়ারুল হক, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি এডভোকেট মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
হবিগঞ্জ
হবিগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃন্দাবন সরকারি কলেজের সামন থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সাইফুর রহমান টাউন হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র শিবিরের সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ,সহকারী সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ছাত্রশিবিরের হবিগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ, হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগসহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা, জুলাই গনঅভ্যুত্থানে হত্যাকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দ্রুতবিচার দাবী জানান।
পিরোজপুর
পিরোজপুর সংবাদদাতা : গতকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়ে। জেলা সভাপতি মেহেদী হাসান ও জেলা সেক্রেটারি ইমরান হোসেনের নেতৃত্বে বেলা ১১ টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনে থেকে থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে শহরের পুরাতন কাপড়িয়া পট্টি জেলা কার্যালায়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি মো: ইমরান খান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও সাবেক জেলা সভাপতি আল আমিন শেখ প্রমুখ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
কোটচাঁদপুর
কোটচাঁদপুর সংবাদদাতা: ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা সভাপতি শফিক হাসানের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে কোটচাঁদপুর শহরের বলুহর স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, সাবেক নেতা শাওন, হাফেজ আকরাম, আহসান হাবিব শামীমসহ বিভিন্ন এলাকা আসা থেকে নেতা কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারীরের জায়গা হবে না। কোন চাঁদাবাজ, টেন্ডারবাজদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না।
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
কালীগঞ্জ
কালীগঞ্জ, (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে থানা ছাত্র শিবিরের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ র্যালি বের করে ।এবারে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় হলো -‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মেইনবাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফ হোসেনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান খান,কালীগঞ্জ থানা শাখার সভাপতি এ এইচ মর্তুজা, পূর্ব থানা সভাপতি সবুজ হোসেন,দক্ষিণ আদর্শ থানা সভাপতি ইব্রাহিম হোসেন, পৌর শাখার সভাপতি আরাফাত হোসেন প্রমুখ।
নীলফামারী
নীলফামারী সংবাদদাতা: বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) স্থানীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে,জলঢাকার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ চত্তরে এসে সমাবেশ করে । জেলা শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সাবেক সাবেক জেলা সভাপতি জাহেনুর রহমান ও ওয়াহিদুজ্জামান (বাবুল)। বক্তারা বিগত সরকারের সময়ে ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতনের ইতিহাস তুলে ধরেন। সভাপতির বক্তব্য রাখেন, নীলফামারী জেলা শিবিরের সভাপতি তাজমুল হাসান সাগর। এসময় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
শেরপুর
শেরপুর সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) শেরপুর শহরের খোয়ারপার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় গিয়ে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
র্যালি পরবর্তীতে জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাশহুরুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুজ্জামান বাদল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মু. গোলাম কিবরিয়া ভিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
চরফ্যাশন
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চরফ্যাশনে বর্ণাঢ্য র্যালি ও সভা করেছে ছাত্রশিবির ভোলা জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফ্যাসন স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
চাঁদপুর
চাঁদপুর সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহর শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র বাইতুল আমিন মসজিদ সামনে থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালি ও সমাবেশ শেষে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি মহররম আলী,সাবেক চাঁদপুর শহর সভাপতি ফারুক হোসাইন, সাবেক শহর সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সুলতান মাহমুদ, সাবেক শহর সভাপতি জুবায়ের হোসাইন, সাবেক জেলা সভাপতি বেলায়েত হোসাইন, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর সেক্রেটারি জাহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।