সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে এবং মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গত ১৯ নভেম্বর সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শামীম রেজা মিঠু এবং সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে একটি বিশেষ টিম নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন বঙ্গবন্ধু চরের নিচে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, একদল ব্যক্তি অভয়ারণ্যে বেআইনীভাবে প্রবেশ করে মাছ আহরণ করছিল। এ সময় কাঠবডি ফিশিং ট্রলার ও পোকা জালসহ মোট ৮টি আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বিশ্বঐতিহ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তারা স্থানীয় জনগণকে বন ও অভয়ারণ্যের প্রতি সচেতন থাকার আহ্বান জানান এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ বনাঞ্চলকে রক্ষায় বন বিভাগের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।