সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালানসহ বিভিন্ন আন্ত:সীমান্ত অপরাধ দমনে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মাঝামাঝি স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন ক্যাম্প (বিওপি) স্থাপন করা হয়েছে। সম্প্রতি বিজিবি চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও নামফলক উন্মোচনের মাধ্যমে ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন করেন। এটি রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর ১২তম নতুন বিওপি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার ক্যাম্পে বৃক্ষরোপণ, সৈনিকদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির কর্মকর্তারা ও বিভিন্ন পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি দিন-রাত কাজ করছে। করেরহাট ও দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় ৫ কিলোমিটার সীমান্ত এলাকা পূর্বের নিকটস্থ ক্যাম্প থেকে অনেকটা দূরবর্তী হওয়ায় টহল ও অপারেশন পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। এজন্য ছোট ফরিংগায় নতুন বিওপি স্থাপন জরুরি হয়ে ওঠে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বিওপি কার্যক্রম শুরু হলে সীমান্ত সুরক্ষা আরও জোরদার হবে এবং মাদক, অস্ত্র, চোরাচালানসহ সব ধরনের আন্ত:সীমান্ত অপরাধ দমনে বিজিবি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।