বগুড়া অফিস : শুক্রবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াত আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ আসনের দিনব্যাপী স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালক ও শহর জামায়ায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও এ্যাডেভোকেট আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন কেন্দ্রীয় প্রশিক্ষণ টিম সদস্য মিজানুর রহমান ও হুমায়ান কবির, শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, আজগর আলী প্রমুখ।
মোবাইল কোর্ট
হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল ও দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারজনকে জরিমানা করেছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কর্মবিরতি পালন
আশাশুনি
নিয়োগবিধি সংশোধন,বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন,শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে কালো ব্যাচ ধারন ও দোয়া অনুষ্ঠান করেছে উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচী পালন করে।
কর্মবিরতীর কারনে উপজেলার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। ফলে বহু মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত,প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
বৃত্তি পরীক্ষা
সীতাকু- (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকু- কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ৫ম শ্রেণির মেধা বৃত্তি-২৫ সীতাকু-ে ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় প্রায় ৪শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টাপর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে আসেন সীতাকু- কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাবেক সভাপতি জামায়াত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি এসময় বলেন মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির মাধ্যমে এসোসিয়েশন যে উদ্্েযাগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। আজকের শিশুরাই আগামী নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের মেধা বিকাশে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নেব।
পায়ের ছাপে মিলল চিতাবাঘের উপস্থিতি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারত থেকে দলবেধে ৪ থেকে ৫টি চিতাবাঘ প্রবেশের খবরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্ত দিয়ে বাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তবর্তী বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কাঁটাতারের বেড়া টপকে বাঘগুলো লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়দের অনেকে বাঘের পায়ের ছাপ দেখতে পান। কেউ কেউ সেই ছাপের ছবি মোবাইলে ধারণ করেছেন বলেও জানা গেছে। হিংস্র বন্যপ্রাণীর উপস্থিতির খবরে সন্ধ্যা নামতেই গ্রামগুলোতে সুনসান নীরবতা নেমে আসছে এবং গবাদিপশু ও নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকাবাসী।
মহাসড়ক বালুবাহী ট্রাকের দখলে
ধামরাই (ঢাকা)
ঢাকা-আরিচা মহাসড়কে বালুবাহী ট্রাকের কারনে যানজট সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড পাশে বাটার গেটের সাথে বংশী নদীর বালু ব্যাবসায়ীরা ট্রাক দিয়ে বালু টানার কারনে মহাসড়কে যানজট প্রতিনিয়ত লেগেই থাকে। যে কারণে যাত্রীবাহী যানবাহনগুলোর যাত্রীরা অসহায়ের মতো ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে সময় পার করে দিচ্ছে। স্থানীয় প্রশাসন বালু ব্যবসায়ীর কাছে থেকে অথের সুবিধা পেয়ে তারা নীরব ভুমিকা পালন করছে । বালু ব্যাবসায়ী প্রাবশালী হওয়ার কারনে কোন ব্যাক্তি তার বিরুদ্বে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না ভয়ে । যে কোন সময় বালুবাহী ট্রাকের কারনে মহাসড়কের ইসলামপুর বাটার গেটের পাশে সড়ক দুঘটনা ঘটতে পারে ।