তেতাল্লিশতম বিসিএসের চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অপসারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদেরকে অপসারণের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর ধারা ৬ (২) এ- মোতাবেক তাদের চাকরি থেকে অপসারণ করা হল। ওই ধারায় বলা হয়েছে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবে সরকার। অপসারণ হওয়া চারজন হলেন, শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, রওশন জামিল ও আশফাক ফেরদৌস।