দিনাজপুর অফিস : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ও তার ছেলেকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। গতকাল বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, আপনারা জানেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে একটি ভিডিও ক্লিপ ‘দিনাজপুর জেলা জামায়াতের আমীরের ছেলেকে ছাড়াতে পুলিশের উপর হামলা ও ১০ পুলিশ সদস্য আহত’ বলে যে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উক্ত ভিডিও’র সাথে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ও তার ছেলের কোনো সম্পৃক্ততা নেই। উল্লেখ্য যে, ভিডিও ক্লিপে প্রচারিত পুলিশের সাথে এমন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জেলা আমীরের নিজ উপজেলা বোচাগঞ্জসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার কোথাও ঘটেনি। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে এমন অপপ্রচার চালাচ্ছে বলে আমরা মনে করি। দিনাজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দিনাজপুর জেলাসহ সমগ্র দেশবাসীকে উক্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও জন্য আহ্বান জানাচ্ছি।