কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যাপক আবুল হাশেম। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। জামায়াত সরকারের সময় যারা এমপি-মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, যেখানে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমীর হামজা। তিনি বলেন, “আমি এতদিন ওয়াজ-মাহফিলের মাধ্যমে মানুষের সঙ্গে যুক্ত ছিলাম। রাজনীতিতে সক্রিয়ভাবে আসার ইচ্ছে আমার ছিল না। কিন্তু সংগঠনের সিদ্ধান্তে আমাকে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন থেকে আমি আপনাদের পাশে থাকবোÍআপদে-বিপদে ডাকলেই পাশে পাবেন। তিনি আরও বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক ও ইসলামি বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে জামায়াত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন ইবি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, উলামা বিভাগের কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ জুলফিকার আলী, সেক্রেটারী মাওলানা ইয়াসির আরাফাত, জামায়াতের নেতা হামিদুল ইসলাম।