হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী পৌরসভার নায়েবে আমীর ও ইসলামী ব্যাংক হাটহাজারী শাখার কর্মকর্তা এম. এ. মান্নান(৫০) গত সোমবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহী রাজেউন। রবিবার ভোর রাতে নিজ বাসায় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে চট্রগ্রাম নগরে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার দুপুরে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জামাজা পূর্বে শোকাহত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আমীর মোঃ আলা উদ্দিন সিকদার, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী , চট্রগ্রাম-৫ হাটহাজারী আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, মাওলানা মাছির উদ্দিন মুনিরসহ নেতৃবৃন্দ।