বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে গতকাল রোববার নগরীর উত্তম হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এক হাজারের বেশী অসচ্ছল অসহয় ছিন্নমুল শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নত মানের কম্বল বিতরন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর েেজনারেল মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আজম চৌধুরী, উত্তম হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।