মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলাম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সভায় বক্তৃতা করেন নবনির্বাচিত সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। শুরুতেই মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নুরুজ্জামান। সভায় ইউনিয়নকে গতিশীল করতে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন, পেশাজীবী সাংবাদিকদের ইউনিয়নের সদস্য প্রদান ও বার্ষিক শিক্ষা সফরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে ইউনিয়নের সাবেক সভাপতি এডভোকেট কামরুল মুনীর ও শহীদ শেখ বেলাল উদ্দিনসহ প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।