কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের এমপি মনোনীত প্রার্থী আফজাল হোসেনের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপগ্রাম ইউনিয়ন শাখা আয়োজিত এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপগ্রাম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গোসাইডাঙ্গী ও আমলাবাড়ী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপগ্রাম বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে উপস্থিত জনতা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আফজাল হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন। অনেকেই দাবি করেন, “গোপগ্রামের মাটি জামায়াতের ঘাঁটি”—এ কথা আজ আবারো প্রমাণ হয়েছে।

গণ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী খোকসা উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা মুর্শিদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা আমীর মাওলানা মোজাফফর হোসেন, গোপগ্রাম ইউনিয়ন আমীর মোঃ আলতাব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণ মিছিলে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো, যা আসন্ন নির্বাচনে ভোটারদের আগ্রহ ও সমর্থনের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।