ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাই থানার ভিতরে প্রতিনিয়ত হচ্ছে বাদী বিবাদী কে এক সাথে বসানোর নামে বিচার শালিস কোনক্রমেই থামছে না ।

জানা গেছে, ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভুক্তভোগী ব্যক্তিরা বিভিন্ন সমস্যা নিয়ে থানায় অভিযোগ করলে থানার তদন্তকারী কর্মকর্তা ( আই ও ) ঘটনা তদন্ত করেই এক পক্ষের কাছে থেকে অর্থের সুবিধা নিয়ে মামলা রুজু না করে বাদী বিবাদী দুই পক্ষকেই থানায় ডেকে নিয়ে বিচার শালিসের নামে প্রহসন চালাচ্ছে। থানা পুলিশের শালিস বিচারের প্রহসনের কারণে ভুক্তভোগী ব্যক্তিরা থানায় মামলা করতে না পেরে প্রায়ই হয়রানির শিকার হচ্ছে ধামরাইয়ে। ধামরাই থানায় অভিযোগ দিলে থানার পুলিশ মামলা না নিয়ে উল্টো বাদী ও বিবাদী পক্ষকে থানায় ঠেকে নিয়ে বিচার শালিস করে আসল ঘটনা ধামাচাঁপা দেন। এ রকম ঘটনা ধামরাই থানায় প্রায় ঘটছেই চলছে।