সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলীতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে।
নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভারত সীমান্ত থেকে মরদেহ আনার প্রক্রিয়া চলছে। এখনো কোনো সিদান্ত হয়নি। এ বিষয়ে বিজিবি (১৯ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, এ রকম সংবাদ আমরা পেয়েছি মরদেহ সনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।