ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদাদাতা : ৪০ বছর ধরে বিএনপির ধানের শীষের একমাত্র কান্ডারী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। তুখোড় ছাত্রনেতা থেকে বিএনপির সমর্থনে নির্বাচিত হয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। এরপর বিএনপির টিকেটে পরপর তিন তিনবার নির্বাচিত হন এমপি। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় নির্যাতনের শিকার হয়ে হন ঘর ছাড়া। ছোটভাই এ্যাড. তৌহিদুল ইসলাম আলম’র উপর হামলা, মামলা, গ্রেফতার নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমের শিকার হন। স্বৈরাচার আওয়ামীলীগের ১৬ বছরের দুঃশাসনে তার বাড়িতে হামলা চালানো হয় ৮ বার। সব সময় ছিলেন রাজপথে সরব। হামলা-মামলায় নেতাকর্মীদের একমাত্র অভিভাবক ছিলেন তারা। পরীক্ষিত সেই নেতাকে বিএনপির মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছে কুষ্টিয়া-২ আসন ভেড়ামারা মিরপুর আসনের হাজার হাজার নেতাকর্মী।

গতকাল শনিবার বিকালে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়নে ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর নাম প্রত্যাহার করে কুষ্টিয়া-২ আসনের জনপ্রিয় রাজনৈতিক অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবিতে ভেড়ামারা উপজেলা বিএনপি বিশাল গণমিছিল বের করে। গণমিছিল সফল করতে পৌর বিএনপির কার্যালয়ের সামনে জোড়ো হতে থাকে হাজার হাজার নেতাকর্মী। বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ রেল গেইট এলাকা থেকে গণমিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম ভেড়ামারা পৌরসভা, বাহিরচর, মোকারিমপুর, বাহাদুরপুর, জুনিয়াদহ, ধরমপুর, চাঁদগ্রাম ইউনিয়নের হাজার হাজার বিএনপি সমর্থিত নেতাকর্মী শহীদুল ইসলামের পক্ষে রাজপথে নেমে আসে।